শুক্রবার, ২ জুন, ২০২৩

ইন্দ্রাণী সেনগুপ্ত-র কবিতা

আমি বিরহে আছি জানলে

আমি বিরহে আছি মানে
আরও বেশি রহস্যে মোড়া প্রেম
আমার মাথার চুলের ঢাল বেয়ে নেমেছে
আমি সারাটা দিন রবীন্দ্রগীতি শুনতে থাকি

বিরহ কি চাঁদের ওপরে আর ভরসা রাখে?
ভেঙে যাওয়া চাঁদ, চাঁদেরও অসম্পূর্ণ রহস্য যে

তোমরা যাও সমুদ্রস্নানে
আনন্দ তোমাদের বসনের প্রান্তে ঢেউ হয়ে ফেরে

আমার ফেরা হয় না
অসম্পূর্ণ একটা পথ আমাকে দাঁড় করিয়ে রাখে
বৈশাখের আকাশ আমাকেই গড়তে হবে
তাঁর জন্মদিনের আকাশ
আমি আমার অক্ষর দিয়ে সাজিয়ে দেবো
আজ তিনি যদি থাকতেন
আমি বিরহে আছি জানলে
দ্বিতীয় "লাবণ্য" রূপে আমাকেই গড়ে নিতেন

আমি বিরহে আছি মানে
বাঁশির সুরে সুরে তোমার দরজায় এসে দাঁড়িয়েছি

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন