শুক্রবার, ২ জুন, ২০২৩

পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

বীজ

সময়ের অভিযানে আজ এলোমেলো-
ঘূর্ণিতে চলছে নির্মাণ-বিনির্মাণের খেলা,
প্রতিটি ছবির মাঝে লুকনো থাকে
                    এক করুণ বিরহগাথা;
গায়ে পারফিউম মেখে ভুলতে চেষ্টা করি
                    স্বভাবজাত দুর্গন্ধের দমক।

কালচক্রে বোনা থাকে বীজ-
আশা-আকাঙ্খার মহীরুহ হবে ব'লে।
জল, মাটি, আলো সবই তো অনুষঙ্গ 
ছবিগুলো কেবল বদলে যেতে থাকে---
            উজ্জ্বল আলোর আশায় 

দেওয়ালে ঝাড়পোঁছ শুরু হয়ে যায়

 

1 টি মন্তব্য: