শুক্রবার, ২ জুন, ২০২৩

শুভদীপ দত্ত প্রামানিক-এর কবিতা

ও চৈত্র, অপরাহ্ন

ও চৈত্র
সারাবেলা প্রচ্ছদ পাখির আড়ালে 
                                        আহ্লাদ
ছায়ার ভূমিকা বাঁধি বিক্ষুদ্ধ মেঘে
ছিল মেঘ অতীতের আলতা বিকাল। 

শেষ
কত ছিন্ন তবু কত রূঢ় শিল্পী বৈশাখ
যৌবন ছিঁড়েছে নিষিদ্ধ অপরাহ্নের বাহুল্য 
জেগেই আছি , হাঁটু ও স্কেলে। 

পাশে লাফিয়ে বসে বৈশাখ 
আড্ডাবাজ বৈশাখ 
খোদাই করছি বিদেশি গির্জার পাখিদের প্রেম
                                      নাটকের নাম বিতথ। 

শঙ্খ বেজে ওঠে 
ধান ও নৃত্যরত খিলান

আমি খেয়ে ফেলেছি সত্যি নদীর পরমায়ু।  
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন