শুক্রবার, ২ জুন, ২০২৩

আবদুর রাজ্জাক-এর কবিতা


আগুনের ঢেউ

তোমার কাছে আগুন চেয়েছিতুমি দাওনিলুকিয়ে রেখেছো

বুকের ভেতরে,
লুকিয়ে রেখে কি পেয়েছো তুমি?
কখনো বুঝতে দাওনি আগুন তোমার নিজস্ব সম্পদ,
সম্পদশুধুই তোমার সম্পদ।
আগুন দেবো না , আগুনের ঢেউ নাও——এই ঢেউ তোমাকে
ত্রিনয়নে দেখে থাকেতুমি তাকে দেখো দুই নয়নে।

নয়নের কলিতোমাকেই বলিঢেউ নয় আগুন প্রত্যাশা করেছি।
আকাশ চাইনিআগুন চেয়েছিআগুন। শুনতে পাওনি।
আগুনের হৃদয় চেয়েছিআগুনের বসন চেয়েছি,
আগুনের বত্রিশ দাঁতের হাসি চেয়েছি।
কিছুই দিলে নানা-বসননা-ঢেউনা-ঢেউয়ের ক্রন্দন,
আমি আজীবন বাতাসের শিহরণ বহন করছিএখনও সেই শিহরণ
তোমার আগুনের কাছেই নিয়ে যায়আমাকে।

1 টি মন্তব্য: