আগুনের ঢেউ
তোমার কাছে আগুন চেয়েছি, তুমি দাওনি, লুকিয়ে রেখেছো
বুকের ভেতরে,
লুকিয়ে রেখে কি পেয়েছো তুমি?
কখনো বুঝতে দাওনি আগুন তোমার নিজস্ব সম্পদ,
সম্পদ, শুধুই তোমার সম্পদ।
আগুন দেবো না , আগুনের ঢেউ নাও——এই ঢেউ তোমাকে
ত্রিনয়নে দেখে থাকে, তুমি তাকে দেখো দুই নয়নে।
নয়নের কলি, তোমাকেই বলি, ঢেউ নয় আগুন প্রত্যাশা করেছি।
আকাশ চাইনি, আগুন চেয়েছি, আগুন। শুনতে পাওনি।
আগুনের হৃদয় চেয়েছি, আগুনের বসন চেয়েছি,
আগুনের বত্রিশ দাঁতের হাসি চেয়েছি।
কিছুই দিলে না, না-বসন, না-ঢেউ, না-ঢেউয়ের ক্রন্দন,
আমি আজীবন বাতাসের শিহরণ বহন করছি, এখনও সেই শিহরণ
তোমার আগুনের কাছেই নিয়ে যায়, আমাকে।
আগুন চেয়েছি, আগুন। শুনতে পওনি।
উত্তরমুছুন- পাচ্ছে? শুনতে কী পাচ্ছো?