শনিবার, ১ অক্টোবর, ২০২২

রিতা মিত্র-এর কবিতা


অনুসঙ্গ

বিকেলের চৌকাঠে অনুশোচনার চিঠি

সৈকত ছুঁয়ে ফিরে যাচ্ছে ঢেউ

গাঙচিলের ঠোঁটে চুলচেরা বিচারের অনুসঙ্গ

জলের শরীরে খাবি খায় আকাশের নীল

উড়ান শব্দটির সঙ্গে জন্মান্তরে সম্পর্ক পাখির ডানার

গুড়ো গুড়ো অভিমান পালকের ডগায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন