নিজস্ব শরীর ঘিরে
অবক্ষয় নিজস্ব শরীর ঘিরে শিশির বিন্দুপাতে
বাকল উথাল পাতাল সশব্দ সমুদ্র এখন
ধূসর ঝরাপাতা
নতুন বিজ্ঞান খুঁজে হয়রান
অবশেষে নষ্ট প্রসাধন
প্রেমহীন জীবন শেষ রাতের ব্যর্থ পেঁচার ঠোঁট
তবুও আসতে হয়
গতানুগতিক মোহ ঘিরে রাখে বোধ
নগ্নমুখর শর ছুটে চলে উত্তরের দর্পণ ভেঙে
নীল পাহাড় ঢেকে হিম জমা নির্মল প্রভাত
একদিন কবিতার কাছাকাছি
ব্যাঙের প্রণিপাত সারে নিজস্বতায় –––
ভালো লাগলো
উত্তরমুছুন