শনিবার, ১ অক্টোবর, ২০২২

তাপসকিরণ রায়-এর কবিতা

একটি চুম্বনের প্রতীক্ষায় 

 

সবুজকে যদি জীবন ভাবি ––– 

তবে রক্ত লালকে কি বলতে পারি ?

লালকে জীবন্ত ভাবলে কতটুকু ধুকধুকি হৃদয় চাঞ্চল্যে

উৎক্ষেপ্য  রক্তপ্রবাহে একটি তামাটে মানুষ রঙ নিচ্ছে –––

নাকের ছিদ্রে ভরে আছে তার অন্ধকার 

অথচ এখনও ঠোঁট তার লালাভ 

একটি চুম্বনের প্রতীক্ষায় আজ সেই লালায়িত প্রেমিক 

আজও  সবুজ অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে।  

 

তোমায় খুঁজে ফিরছি,  

অন্য দিকে সিগারেটে ঠোঁট পুড়ে যাচ্ছে। 

পুরুষ বাচক চামড়ার তলদেশেও বিদ্যমান কিছু আঘ্রাণ লালন ––– 

শুধু স্পর্শকাতরতায়, একই মোহে সে অসভ্য জাগায়গুলিতে   

বারবার আঘাত লেগে ফিরে আসে তর্জমা

সে তেজস্ক্রিয়তা জেনে শুনে তুমি তবু ঘ্রাণ টেনে নাও 

নিষিদ্ধস্থান মাৎসর্য মুখে আবার ফিরে ফিরে আসা। 

সেও এক প্রেমিক প্রয়োজন ছাপিয়ে যাচ্ছে 

আড়াল ঝোপ থেকে আবার দূরের বাঁশরী বেজে ওঠে 

শরীর থেকে এক প্রেমিকছায়া চাঁদনী রাত ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে  

আর সেই বাঁশির আলাপ থেকে মৃতের কফন সরে যাচ্ছে  

জীবন আবার ফিরে আসার কথা ভাবে।  

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন