পূজা পর্যায়
তুই চাস, সুদর্শন পুরুষ হয়ে উঠুক খাঁচার পাখিটি
আমি চাই, নরম নদীটি একদিন সাগরে মিশুক।
তুই চাস, হলুদ হেমন্তের পর আকাশ ঢেকে যাক মরশুমি ফুলের গালিচায়
আমি চাই, বসরাই গোলাপের পাঁপড়িতে ভ্রমর বসাতে।
তুই চাস, আগামী বসন্তে আমার সাথে প্রমোদভ্রমণে যাবি, নির্জন দ্বীপে
আমি চাই, পাহাড়ে বর্ষা নামুক, আরও একবার!
দ্যাখ, তোর সাথে আমার চাইবার বিস্তর ফারাক থাকলেও
কেমন মালা গেঁথে চলেছি দুজনে।
শুভক্ষণ এলে একটু পরেই পুজোয় বসবো, একসাথে…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন