শনিবার, ১ অক্টোবর, ২০২২

পৃথা দাস-এর কবিতা

বোধি


যেখানে সংসার গৃহস্থ সুখ
নিত্য দিনের রোজনামচা
দরজা খুলে হাতছানি দেয়
কোন সে একা বাউল মনন
ভিক্ষুবেশে বোধি করুণায়
শূণ্য হাতে শুধুই তিলাঞ্জলি
জীবন ভিক্ষা চাইতে থাকে
পরশপাথর ছড়িয়ে পথে –––
অনিত্য নশ্বরতার ধূলিখেল
বুদ্ধ পথে চেতন জাগে
পদচিহ্ন অনুসরণে
ধম্মপন্থা শরণ ছায়া
লৌকিকতার আশ্রয় তখন
আলোকিত অবলোকিতেশ্বর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন