যতই উপরে তাকাই
যতই উপরে তাকাই মন পড়ে থাকে নিচের বন্ধনে
উঁচু স্বরে ডাক দিই যদি নেমে আসে সংকল্প কিছু
অদ্ভুত নিয়মে বাঁধা এই উপর-নিচ আসমান পাতাল
কিছুই আপন নয় যতই গলা তুলে ডাকাডাকি হোক
ও মুখের গলি থেকে আসে এইসময়ের যুবক বয়স
তাকে ডেকে বলি এইমাত্র ঘটে যাওয়া ঘটনাসমূহ
অসহিষ্ণু চঞ্চলতা অসহ্য চাপে পড়ে আছে কিনা
বোঝা দায় - সে তবে নীল আকাশের দিকে তাকায়
বুঝে নেয় সমস্যার সমাধান আর সাময়িক রূপভেদ
এত এত মানুষের আনাগোনা একটু হলেও সহমত
জীবন যৌবন যেন এসফল্টে মোড়া মেরামতি গলি
যুদ্ধের আপডেট নিয়ে আর নেই কোনো মাথা ব্যাথা
অদ্ভুত নিয়মে বাঁধা এই উপর-নিচ আকাশ পাতাল
যতই উপরে তাকাই মন পড়ে থাকে নিচের বন্ধনে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন