সোমবার, ১ নভেম্বর, ২০২১

সুবীর ঘোষ-এর ঝুরোগল্প

 

ছায়ামূর্তি

ছায়ামূর্তিটি সঙ্গে সঙ্গেই আসছিল বেশ বুঝতে পারছিলাম এখন হেমন্তকাল তাড়াতাড়ি সন্ধে নেমে যায় বাসস্ট্যান্ডে নেমেই ঘুরঘুট্টি অন্ধকার দেখতে পেয়েছিলাম একে তো আসন্ন শীতের ছোটোদিনের বেলা , তার ওপর আবার এদিকটায় লোডশেডিং চলছে লোডশেডিং এখন খুব কম হয় , অন্তত আশির দশকের থেকে অনেকগুণ কম একেবারে অন্ধকারে রাস্তা চলার অনেক অসুবিধা খানাখন্দে পা পড়তে পারে গোরু কুকুর রাস্তায় শুয়ে থাকতে পারে উলটো দিক থেকে আসা লোকের সঙ্গে ধাক্কা লাগতে পারে বাসস্ট্যান্ডের দোকানগুলো খোলা ছিল চা পানসিগ্রেট বিক্রি হচ্ছে সেরকম একটা দোকান থেকে একটা দেশলাই-এর প্যাকেট কিনলাম একটা করে কাঠি জ্বালি যতক্ষণ আগুনটা জ্বলে পথ চলি নিভে গেলে দাঁড়িয়ে পড়ি আবার  একটা কাঠি জ্বালি এভাবে এগোতে থাকি আর তখনই খেয়াল করি একটা ছায়ামূর্তি পেছন পেছন আসছে প্রথমে মনে হল আমার নিজেরই ছায়া তারপর মনে হল অন্ধকারে কী ছায়া পড়ে !  আমাকে এখনো বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে যাচ্ছি পিসির বাড়ি পিসির সংসারে খুব একটা কেউ নেই থাকলেও তারা কেউ পিসির খবর টবর নেয় না পিসি আমায় আসতে বলেছিল কাল কোন্ এক উকিল আসবে উইল বানানোর জন্য পিসির নামে বাড়ি আছে একটা আর যা যা আছে তার একটা বিলিব্যবস্থা করে যেতে চায় আমাকে দিনে দিনেই আসতে বলেছিল কিন্তু আমি অন্য কাজে আঁটকে পড়ায় সেই সন্ধেই নেমে গেল

 

 

ভূতের ভয় করি না , কিন্তু ছায়ামূর্তিটাকে সমানে আসতে দেখে একবার প্রাণটা যেন ছ্যাঁত করে উঠল আমি সাহস করে  তার দিকে এগিয়ে গেলাম দেখলাম সে- দাঁড়িয়ে পড়ল সাহস সঞ্চয় করে তাকে জিজ্ঞেস করে বসলাম আপনি দয়া করে এগিয়ে যান আমার পেছন পেছন আসবেন না আমার অস্বস্তি হচ্ছে

লোকটি আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকেই পাল্টা প্রশ্ন করে বসল -- আপনি তো অনুরাধা ম্যাডামের বাড়ি যাবেন ? পিসি স্থানীয় স্কুলের প্রিন্সিপ্যাল ছিলেন তাই ম্যাডাম রায়কে সবাই চেনে কিন্তু আমি যে ওখানেই যাচ্ছি সে কথা লোকটি জানল কী করে ? আমি তাই তাকে আবার জিজ্ঞেস করে বসলাম --- আপনি সে কথা কী করে জানলেন ? লোকটির অদ্ভুত স্বভাব প্রশ্ন করলে উত্তর দেয় না সে আবার আমার কাছে জানতে চাইল --আপনি কিছুদিন পিসির স্কুলে পড়েছিলেন আপনার এক ক্লাসমেট ছিল দীপ্তা নামে এবার আমার একটু উৎসাহ জাগল মনে হল লোকটা স্থানীয় তাই অনেক খবর রাখে বললামদীপ্তা এখন কোথায় আছে জানেন ? সে এবারও আমার কথার জবাব না দিয়ে বলল -- দীপ্তা তো আপনাকে খুব ভালো বাসত আপনি ওকে বিয়ে করলেন না কেন ? আমি এবার ওর প্রশ্নের কোনো উত্তর দিলাম না সে আবার বলে উঠল --- মাঝখান থেকে আপনি বড়মুখ করে দীপ্তার কথা আপনার স্ত্রীকে বলতে গেলেন আর তাই আপনার স্ত্রী আপনাকে আজও সন্দেহ করে সেটা কি আপনি জানেন ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন