বহুরূপী কথার কথা
কিছু তো কথার কথা থাকে
ধারে আর ভারে তারা অকপট উদ্দেশ্যহীন,
বাতাসে ঠোক্কর খেয়ে অক্ষরগুলো জড়ো হওয়া
ঝরাপাতার মতো উড়ে উড়ে ছড়িয়ে যায়।
বহুরকমের স্বরে উঁচু-নীচু গ্রামে
রঙ-বেরঙের মূর্ছনা, পিছুটান ভুলে
ক্রমাগত জায়গা বদল করে বাক্য থেকে বাক্য তুলে ধরে
অর্থ থেকে অর্থান্তরে শব্দ ঢুকে যায়।
সব কথাকে তাই সারাজীবনের মতো
ধরা চলে না,কেননা,অটল হয়ে বিরাজ করে না
তারা,রুদ্ধদল মুক্তদল দলাদলির ফাঁস কেটে
শব্দবৈচিত্র্যজালে দোল খেয়ে পালিয়ে বেড়ায়।
এ-দেহ ছেড়ে নির্গুণ নিষ্ক্রমণ করে
অশেষ স্বাধীনতায়—আত্মার নিরাকার প্রসারী ভ্রমণে—
জন্ম-জন্মান্তর,পরজন্মজাত প্রাঞ্জল প্লবতার গুণে ;
বহুরূপী কথার কথা হয়ে ফুটে ওঠে নির্লিপ্ত জীবন।
অসাধারণ ভাবব্যঞ্জনা।
উত্তরমুছুনমনে দাগ কেটে গেল। ধন্যবাদ।
উত্তরমুছুন