বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

সুস্মিত হালদার-এর কবিতা

এই সময়

 

সরকারি নির্দেশে আজ ঘরবন্দী। সাপ্তাহিক নগররোধ।

আজ বিশ্ব সাহিত্য দিবসও বটে।

সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে বসি।

দেখি দুনিয়াটা আলমোড়া ভেঙ্গে অনেক আগেই উঠেছে।

আমিই পিছনে পড়ে।

মৃদুলয়ে দখিণা বাতাস আমার চোখ বুজিয়ে দেয় আবার।

পরক্ষণেই চোখ খুলে তাকাই।

পাশের বাড়ির কদম গাছের ডালে একটা

কাঠবেড়ালী লেজ তুলে চিৎকার করতে থাকে।

 

কিছু একটা লিখতে হবে। দিনটা স্মারক করে রাখতে হবে।

গতকাল সোমনাথের সতর্ক বার্তা ছিল হোয়াটস্অ্যাপে,

কিছু একটা আশা করি তোর কাছে।

 

জড়ভরত কেমন বসে থাকি খাতা খুলে।

কিছু আসে না  ভিতর থেকে এই দুঃসময়ে।

শুধু দুলাইন লিখে বসে আছি ঘন্টার পর ঘন্টা –––

মন্দমধুর দখিণা বাতাসআর

পুচ্ছ তুলে কাঠবিড়ালীর তারস্বরে ডাক।

 

 

২৯শে সেপ্টেম্বর, ২০২০

1 টি মন্তব্য: