বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

রোশনি ইসলাম-এর কবিতা

 


অ্যালার্ম   


ধেয়ে আসছে অ্যাস্টেরয়েড 

        পৃথিবীর বুকে।

অ্যালার্ম বেজে চলেছে...

ঘাসফুল বাতাসে দুলে উঠছে 

        ফড়িং প্রজাপতির ডানায় রং।

রঙিন ক্যানভাস

আরও একটু উজ্জ্বলতা খুঁজছে


৪টি মন্তব্য:

  1. আরে বাহ।। দারুন কবিতা মাড্যাম।''অ্যালার্ম বেজে চলেছে/ঘাসফুল বাতাসে দুলে উঠছে/ফড়িং প্রজাপতির ডানায় রং''-- সময়ের পরিচিহ্নময় তীক্ষ্ণ কবিতা। খুব ভাল লাগল।

    উত্তরমুছুন