দাঁড় বেয়ে চলি
ঘুমের মধ্যে জেগে দেখি
পলকের আড়াল থেকে ভেসে আসে
অন্য মনে বেড়ে ওঠা অর্থহীন চ্যাঁচামেচি।
নীল ধুলোমাখা কুয়াশায় নেচে ওঠে
রুমির অসমাপ্ত কল্পনায় ভরা
নিষ্পাপ প্রেমের সেই অনাহূত ঝঙ্কার।
বাস্তব ও স্বপ্নের মাঝে দাঁড় বেয়ে চলি
সেই অবহেলিত রক্তমাখা উর্বর জমির দিকে,
অনামা আত্মাদের প্রতিচ্ছায়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন