বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

কামাল হোসেন-এর কবিতা


 তারা দুজনে

একটা অসম্ভব স্বপ্নমাখা একান্ত ছবির সামনে দাঁড়িয়ে

তারা দুজনে চুপচাপ বসে কী যেন ভাবছিল।

ছবির মধ্যে অজস্র রঙের প্রতিফলনে

প্রাণ ফিরে পাচ্ছিল তাদের

 অনেক কালের না পাওয়া কিছু ইচ্ছে,

 সৃষ্টি, নির্মাণ আর খেলাধুলো এবং

কোনো নির্জন কামরা থেকে উঠে আসা ওম।

 

অন্তহীন স্মৃতিভ্রষ্ট অন্ধকারে হাতড়িয়ে হাতড়িয়ে

 তারা দুজনে পরস্পরের নাম খুঁজে বেড়াচ্ছিল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন