তোমারি মধুর রূপে
তুমি বল ভ্রমণ আমি বলি বিড়ম্বনা ।
যে জীবনে তুমি মেলতে চেয়েছ মাধবীলতা
সে জীবনের সঙ্গে মাটির কোনো যোগ নেই ।
মাটি উষ্ণতায় ফেটে যায়
তোমার উষ্ণতা মাটির অধিক
তুমি তাই সূর্যনিন্দায় মুখর হয়ে উঠলেও
এক সময় নিজেকে সংশোধিত করে নাও ।
তোমার কণ্ঠধ্বনি গ্রাস করে দূষণরাক্ষস
তোমার অক্ষররাখালেরা চূড়ান্ত বিশৃঙ্খলা এনে
উপড়ে ফেলে গাছ , উলটে দেয় নদীর সর্পিল শরীর ।
তুমি সেসব প্রশ্রয় দাও বলে আমি তোমার সঙ্গে ভ্রমণে যাই না ।
আমি ভাবি দুর্বিপাক
অনন্ত শ্মশানের পাশে গিয়ে আমি মহানিমের একখণ্ড ছায়া খুঁজি
নিমের ছায়ায় আস্তে আস্তে ঢেকে যায় আমার অধীনস্থ ছায়া ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন