বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

আফজল আলি-র কবিতা

 

৩০ শে ফেব্রুয়ারি

কোথাও ঘটনা নেই , কেবল দুপুর দুটো বাজতেই শুরু হল
যেগুলো ঘটার কথা ছিল না
অর্থাৎ একটি কুকুরের লেজ সোজা হল
সূর্যটা কাঁপতে লাগল বেশ কিছুক্ষণ
আর মৃত মানুষগুলো জেগে উঠল , পুনরায় প্রাণ সঞ্চারণ
আমি ক্যালেন্ডারে তাকিয়ে দেখলাম দিনটি ৩০ শে ফেব্রুয়ারি
বাইরে দেখি আমার থাকার ঘরটি উড়ে যাচ্ছে
এতদিন আকাশ বলে যা জানতাম সেটি আসলে একটা ভ্রম-অবকাশ
বরাবরই নিঃসঙ্গ আমি , নিজেকে নির্মাণ করে গেছি
কিন্তু আজ যে কী হল , চিন্তা থেকে অন্ধকার নেমে আসছে
পূর্বে ব্যবহৃত সামগ্রী যারা ভালোবাসতো
অনুমান করলাম একটি রুমালও আমার জন্য প্রস্তুত হয়ে আসেনি
মানুষের দুঃখগুলো কিছুটা নিরাকার হয়েছে
ফাঁকা অবয়বে যা যা দেখতে চাইছিলাম সে সবই কল্পনা
কেউ তো নেই , শুধু ছায়ার অনুমোদন এসে অস্থির করছে
সমস্ত ঘটনাগুলো আমি ভরে রাখলাম আগামীর কৌটোয়
কষ্টে আমার প্রাণ কাঁদছিল ভীষণ , মন জানতো না সে কথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন