বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

রুমা ঢ্যাং অধিকারী-র কবিতা

রেওয়াজ 

 

রাতের শেষতম নিভন্ত আলোটির বুকে খেলা করে একটা লাঠি

নিভে যাওয়ার আগে

a+b থেকে খসে যায় ব্র‍্যাকেট

 

তার পোষ্য স্বভাবের বাইরে থেকে 

কুয়াশা নামে। আড়াল করে সব পোশাকি দৃশ্যের প্রয়াণ 

সমানচিহ্নের দিকে উড়িয়ে দিই ফুঁ

 

চেয়ে দেখি আকাশের দিকে টানা 

জটিল সম্পাদ্য এবং মাতালের এক একটা শীতকাল 

 

লাঠির সমস্যায় যাকিছু লুপ্ত হয় না

তার মধ্যে অকারণে বেজে যায় নারকেল পাতার গান 

 

তাই এখন এসো, রেওয়াজ করি 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন