বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

কুশল মৈত্র-র কবিতা

 

সন্ন্যাসী

  

আমি কবিতাকে বেচে খাই-না

কবিকে বেচে খাই!

লাশের বিছানায় শুই-না

শ্মশানে শুই!

আমি তান্ত্রিক নইনই জ্যোতিষী

আমি ভূত-ভবিষ্যত বুঝি-না

কুসংস্কারে গঙ্গা বিসর্জন দিই-না

ভগবানকে সিংহাসনে দেখি-না

বরং নাস্তিককে সহমত তোষণ করি

ফুটপাতে ফ্যান ভাতে রো মানুষ দেখি

পথে বেরোলেই স্পর্শ পাই ভগবানের!

1 টি মন্তব্য: