সে সময় লিফট ছিল না
সে সময় লিফট ছিল না
সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে হত
অন্ধকার সিঁড়ি, আলো আলো সিঁড়ি-
এখন লিফট আছে
হুহু করে মগডালে
উঠে যাওয়া আছে
বলা নেই কওয়া নেই
চৌত্রিশ আর পঁয়ত্রিশ তলার
মাঝামাঝি শ্বাসরোধী
ত্রিশঙ্কু ঝুলে থাকা আছে।
সে সময় লিফট ছিল না
সিঁড়ি ছিল
বলা কওয়া একটা শ্বাসকষ্ট ছিল
শ্বাসরোধ ছিল না,
অন্ধকার ছিল
তবু এমন অস্পষ্টতা ছিল না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন