পাসওয়ার্ড
একেকটা দিন কেমন মেঘলা হয়ে যায়
জানালার পর্দায় কুয়াশা জমতে থাকে
মেঘপিওনের ই মেল, ট্রমা সেন্টারে
ভুল পাসওয়ার্ড নিয়ে , হিজিবিজি কাটে।
আমার বারান্দায় তখন ছায়া নামে
মোবাইল সোয়াইপেও অনেক ঘনত্ব
ভার্চুয়াল রিয়্যাকশন রিয়্যালিটি শো
হাত নাড়ানো হাতছানি , যেন দাদুর দস্তানা ।
একটু একটু করে মাথা গুনতে থাকি
সিগন্যাল আপ হয়েছে?
কত সবুজ বিন্দু----- জেগে থাকে
আলোচনা, ভালোবাসা, ভালোলাগা
লুকিয়ে রাখা ভালো না লাগা---
রূপোলি মেটালিক পর্দায় পৃথিবী
মুঠোবন্দি মাউস ক্লিক--- সবজান্তা;
পালাতে হবে , হারাতেই হবে
তাড়াতাড়ি খুঁজে নিতে হবে
ভালো থাকার পাসওয়ার্ড ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন