বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

তৈমুর খান-এর কবিতা


 হিসেব

ভ্রষ্ট পথে নষ্ট আলোর শব 

আমরা সব কষ্ট পাওয়া জীব 

সন্ধে সকাল ব্যর্থ কলরব 

চোখের জলে ভেসে যাওয়া শিব।

ঘরবাঁধা ঘরছাড়ার গল্প 

অতীত এবং ভবিষ্যতের সেতু 

মরার চেয়ে বেঁচে থাকি অল্প 

দ্বিখণ্ডিত সত্তা নিয়ে যেমন রাহু কেতু।

কার তরবারি কোথায় গিয়ে নামে 

ছিটকে আসে গরম গরম রক্ত 

মাথা পড়ে দক্ষিণে বামে 

ভক্তির রথ টানতে থাকে ভক্ত।

নিজেকেই আজ ডেকে ডেকে ফিরি 

রাস্তায় রাস্তায় রাস্তা খুঁজে খুঁজে 

নৌকাও আজ নয়কো পারের তরী 

আঁধারেও সব দেখি চোখ বুজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন