কাঁচের গ্লাস ভাঙ্গা বিরহ,
স্ফটিকের উপর ঘুম ও দ্বিধা।
ভারী ব্যভিচার-ঠিকানা বিভীষিকা,
ছোট্ট কামরায় আটপৌরে পরিণতি।
বেইমানির দোকান-রাজকীয় খেলাঘর,
অসংজ্ঞায়িত অদৃশ্য স্রোতে শরীর।
জংলি ধুম্রজাল-উত্তপ্ত নীরবচিত্ত,মুখের কথা।
শহরের গলিতে গলিতে অবাধ্য পথিক।
মেঘনার দিকে প্রসঙ্গ সর্বদা অসংরক্ষিত।
এখনো ধরা বাকি বিকেলের উদ্যান,
উপন্যাসের নিঝুম দ্বীপ, ঘাসের নিঃশ্বাস।
বিষাক্ত প্রস্তুতি অবলীলায়-তিক্ততায় দুঃখবিলাস।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন