শুক্রবার, ২ জুন, ২০২৩

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

ভোর

সকালের রোদ্দুরের ধুলো আর হাওয়া এলো

                    চোখের পাতায়।

পাখিদের অংক খাতা বন্ধ।

শরীর-আকাশে আলো জ্বলেছিল

            বিগত রাত্রির অন্ধ চোখে।

                

আজ মনের ঘরের কোণে পড়ে আছে

তোমার কম্পন আর

          প্রভাবিত মুখোশের মৃত ইতিহাস।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন