পেছনে পেছনে চলেছি...
তোমার ন্যুব্জ দেহ লাঠিতে ভর করে
এগিয়ে চলেছে।
আমার জন্য প্রার্থনা, আমার জন্য
তোমার বুকে খোলা আকাশ,
জীবনের প্রান্তদেশে চোখের জল
মুছে দেবার মমতা, তোমারই ছায়া...
তোমার পেছনে পেছনে হেঁটে হেঁটে
তোমার পায়ের ধুলিতে জড়িয়ে থাকা
বিন্দু বিন্দু আলোর কণা আজও ছুঁয়ে যায়,
আজও হাঁটি, তোমার পেছনেই হাঁটি।
মুখের সেই প্রসন্ন জ্যোৎস্না উৎসাহিত করে।
লাঠির পেছনে নুয়ে নুয়ে এগিয়ে চলেছো
সবসময় আঁধারে আলোতে আমার সামনে।
তোমার ন্যুব্জ দেহ লাঠিতে ভর করে
এগিয়ে চলেছে।
আমার জন্য প্রার্থনা, আমার জন্য
তোমার বুকে খোলা আকাশ,
জীবনের প্রান্তদেশে চোখের জল
মুছে দেবার মমতা, তোমারই ছায়া...
তোমার পেছনে পেছনে হেঁটে হেঁটে
তোমার পায়ের ধুলিতে জড়িয়ে থাকা
বিন্দু বিন্দু আলোর কণা আজও ছুঁয়ে যায়,
আজও হাঁটি, তোমার পেছনেই হাঁটি।
মুখের সেই প্রসন্ন জ্যোৎস্না উৎসাহিত করে।
লাঠির পেছনে নুয়ে নুয়ে এগিয়ে চলেছো
সবসময় আঁধারে আলোতে আমার সামনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন