সারারাত মনে হয় বসে থাকি ওই জলের ভেতর
আকাশে চাঁদ না মেঘ কারা ওই ভেসে যায়,
পায়ের থেকে সামান্য দূরে
আছড়ে আছড়ে পড়ছে ঢেউ।
কে যেন মুক্তোর মালা হাতে চলে গেল দূরে,
উটের পিঠে পুরনো দম্পতির
প্রেম প্রেম খেলা।
নতুন প্রেমে যারা মগ্ন
তারা বালি নিয়ে আঁকিবুকি কাটে,
নামের পিছে নাম
আরও কত নাম,
ভেসে যায় সমুদ্রের জলে।
আমি যার হাত ধরে বসে আছি
তার চোখ কোথায় ভেসে গেছে,
জল থেকে খুঁজে আনবো নাকি?
আমিও ভাসিয়ে দিই আমার চোখ।
মাছধরা নৌকো কুপি জ্বেলে
চোখের পিছনে পিছনে চলে।
সমুদ্রের সামনের চেয়ারেরা মহার্ঘ্য হয়ে ওঠে রাতারাতি।
ভাড়া আকাশপ্রমাণ হোক আগে,
তারপর ঝিনুক খুঁজে খুঁজে
পায়ে পায়ে ফিরবো
হোটেলের ঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন