যখন তুমি থাকনা তখন বুঝি তুমি আছ
জামার পকেটে বাতাস
সন্ধ্যার আকাশ
হরিণ
আর সলমাজরিতে
লুকোচুরি
বিশাল স্টেশন কুয়াশার কারখানা
শীতের বাহিনী
তেরশো বছর আগে
বাড়ি-পালানো ফড়িং
স্বপ্নে মিশে যেত
কাজ আর গাড়িঘোড়া আর সুচারু টেবিল
হয়তো সহানুভুতি কিছু
অজানা আঁধার
চাঁদের ইস্পাত
পিপাসায় শুকিয়ে মরছে
নদী
শান্ত পৃথিবীতে
সজারু ঘুমায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন