শুক্রবার, ২ জুন, ২০২৩

দেবাশীষ মুখোপাধ্যায়-এর কবিতা

চলে যাওয়ার পথে

ঘাটের পাশে বসে আছি
তুমিও আছো
নদীর ডাক শুনছি
সারা বিকেল অনেক কথা বলে গেলে
আমরা চুপ করে যাই

অন্ধকার নেমে আসতে থাকে
একটু একটু করে
নদীর হাওয়ায় তোমার চুল প্রশ্রয়ে জড়িয়ে ধরে আমার মুখ
তোমার শরীর আগুন জ্বালাতে থাকলে
জড়িয়ে ধরি
শুষে নিতে থাকি সুখ
আগামীর জন্য

অস্পষ্ট আলোয় ভেসে আসা প্রতিমার কাঠ
মুচকি হেসে বলে ওঠে
'সে থাকবে কতক্ষন
সে যাবে বিসর্জন '!!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন