শুক্রবার, ২ জুন, ২০২৩

সুবল দত্ত-র কবিতা

জ্বর  

এখন নেকড়ের মতো হিংস্র 
ঝগড়ুটে মহিলারা শুকনো ডালপালা 
জড়ো করে রাখতে শুরু করছে

শীত জাঁকিয়ে আসছে 

মাখন বা মাংস নেই 
প্রানীরা হাপিশ, ফল একটি স্মৃতি 
সন্ধ্যায়, সবচেয়ে খারাপ শীতের রাতে
সমস্ত বাড়ির পুরুষকে ঋদ্ধ করতে 
গুঁড়ো দুধ চা এবং জল খাওয়াতে হয় 

বিশ্বের আন্তঃরোগ শুরু হোলো বলে

প্রত্যেককে জ্বর গায়ে 
গান নাচ প্রার্থনা সব করতে হবে 
এবং ভালোবাসা 
খড়ি দাগের গন্ডির ভিতরে 
যেমন সংযত প্রেম
একটিই রং,  বহুরঙের অনুপস্থিতি
প্রতিদিন সকালে 
আবার শৈত্য থামাবার শঙ্খধ্বনি
সমাজবদ্ধ না হয়ে নিজের স্বার্থে 
জুতোর ফিতে বেঁধে রাখা
ঠাণ্ডা প্রতিরোধের জন্য 
নিজের সামর্থ মত ঘরের ভিতরে 
খবরের কাগজ প্যাক করা... 

মানুষের ঝগড়ুটে স্বভাবই বলে দেয়
তুষারযুগ আসছে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন