শুক্রবার, ২ জুন, ২০২৩

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

গন্তব্য

ধাতু ও রূপের মাঝে

হাইফেন হয়ে

কমলা রঙের একটা কালো বাক্সের অভ্যাস

ক্রিয়ায় ক্রিয়ায়

খুব দিন হয়ে

স্পর্শ যে দূরত্ব করছে

কী যেন একটা

অন্যমনস্ক স্মৃতি বরাবর

কাতর অথচ

গন্তব্য বলতে এক খসখসে অভিজ্ঞতা

কাগজে

পাথরে

আপনি ছায়া উলটে দেখছেন

এই দ্রুত কাঁচ

ক্রমে

জটিল হয়ে উঠবে উঠবে...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন