শুক্রবার, ২ জুন, ২০২৩

আশিস গোপাল-এর কবিতা

প্রিয় বন্ধু

তোমার স্নেহের আঁচল ফেলে চলে গেলাম অনেক দূরে

তুমি বার বার বলেছিলে, "যাও না!"

আমি পিছে ফিরে তাকাইনি। 

তোমার সবুজ, লাল, হলুদ মাটি দিয়ে গড়া বাড়ি

আমি ফাঁকা রেখে ছেড়ে এলাম,

 ফিরে আর আসিনি।



 আমি আষাঢ়ের সকালে হেঁটে গেছিলাম একা।

ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ, দৌড়ে চলে চোখ বেঁধে!

এখানে সব আছে আবেগ নেই,

যন্ত্রণা আছে, প্রেম নেই। 

এরা কথা বলে না, মুখোশের আড়ালে লুকিয়ে থাকে

এরা কথা দেয় না, কথা রাখে না।

এরা ব্যথা দেয় মধুর ভাবে। 



আমি হেঁটে গেলাম.....

তোমার শ্যাওলা জমা দেশে আমি আকাশ খুঁজি,

তোমার জং ধরা রাস্তায় গাছ!

"সবই আছে!" বলে ছিলে তুমি,

আমি বলি কিছুই নেই।

আছে কেবল গুমড়ে মরা গলি, ভাঙা কিছু স্মৃতি

আর মিথ্যে প্রতিশ্রুতি।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন