বৃষ্টির ঝাপট শেষে জেগে ওঠে প্রাণ
ধ্রুবতারা আকাশে প্রোজ্জ্বল। আমিও
ম্যাজিক লণ্ঠন হই দিকে দিকে ছড়িয়ে
পড়ে ক্যারিশমা অপার।
ধরা ছোঁয়ার বাইরে দেখি কেবল উত্থান
দিকে দিকে দিলখোলা হাসি, শুভ মহরত।
আশাবরি রাগ সহ জল বিভাজিকা সমূহ
উচ্ছ্বাস ওই প্রান্ত রেখায়, হাওয়ার সংকেতে
বাজে বসন্ত অনুরণন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন