সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

বিপ্লব চক্রবর্তী

 


সতর্ক  অভিযোজন

 

খুব সাবধানে আছি নিশ্বাসে বারুদ নিয়ে

তোমার আমার দূরত্বের মাঝ বরাবর 

লেগে আছে সন্দেহ। কেউই বিশ্বাসী নই

তীক্ষ্ণ কাঁটা লেপটে আছে দোলের রঙেতে

সৃজন ভূমিতেও কথারা বাগান সাজায়

যারা আছে জন্মরোগী নিজেরাই দোসর

উল্লাস রব তুলে সচকিত করে যায়

নিজেদের গভীরতাহীন শৈশব কথন। 

কালো বেড়ালের মতো অন্ধকার এগিয়ে

ধরেছে আমাদের চেনা চেনানোর ভাষা

ঘাতকের সব আয়োজন শেষ হয়ে গেলে

আমাদের প্রতিটি হৃদয়ে তৈরি হবে শোক

 যারা প্রিয় নারীর কাছেই পৌঁছাতে পারেনি

এখনও  তাদের জন্যই  এইসব ধাঁধা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন