চাঁদের হাটের মধ্যে
চাঁদের হাটের মধ্যে কেন উঠে এলে
স্ট্রিট লাইটের ম্লান আলো?
সেন্টিনারি বিল্ডিংয়ের সামনের বাস স্টপে
কালো জ্যোৎস্না নাকি দুটি চোখ?
কবিতা ওড়াতে ওড়াতে যে-কবি যায়
আমি তো তাদের দলে নই
তবু কেন আমার হাতেই তুলে দিলে
সদ্য লেখা তোমার কবিতা
মুখে চাইতেই
কালো জ্যোৎস্নাভরা দিঘি উঠে আসে ওই।
ভাল লাগল। কাল জ্যোৎস্নায় দুটি চোখ খুঁজে পাওয়া ভাগ্যের বিষয় 👌👌👌👌
উত্তরমুছুন