সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

জ্যোতি পোদ্দার

 



সম্পর্ক


যে মাটি সরে গেছে পড়শীর দিকে

শেকড় আর কতটুকু পারে

মমতায় বাঁধতে?

 

বৃক্ষ আমি কিভাবে আকাশ ছুঁই?

হাড়ের পর হাড় দিয়ে

সাজানো হাড়মালা সকলের থাকে;

 

মাটি ছাড়া শিরদাঁড়া ধনুকের ছিলা

                         কেবলই অর্ধবৃত্ত

সটান উলম্ব সমকোন নয়।

1 টি মন্তব্য:

  1. কবিতা নিয়ে কিছু বলার ধৃষ্টতা দেখালাম না। শুধু বলি জ্যোতি আমার বন্ধু এটাই আমার গর্ব

    উত্তরমুছুন