সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

মাসুদার রহমান

 


হরর কবিতা

 

হরর মুভি শেষ। প্রেক্ষাগৃহ থেকে যারা বেরিয়ে এলো ওরা সবাই কী ড্রাকুলা?

 

শীতবৃষ্টির রাত। হাওয়া। বাইরে প্রেত্নি হাসছে

 

ইলেকট্রিসিটি নিভে গেলো। অন্ধকার বাড়ি জুড়ে মোমবাতিও লুকোচুরি

খেলে। তাকে খুঁজে পাওয়া গেলে যে দেশলাই তার দুএকটি কাঠি তা কেবল

স্পার্ক করে নিভে যায় 

 

তখন রবীন্দ্রনাথ ফটোফ্রেম থেকে আমাকে ধমকে দিলো, -একটি মোমও

জ্বালাতে পারো না! যাও, ওঘরেকংকালগল্পের ডাক্তার মেয়েটি তোমার

বিছানায় শুয়ে আছে। ওর কাছ থেকে শিখে নিও 

1 টি মন্তব্য: