কেউ কেউ থেকে যায়
সবাই আসে আবার সবাই চলে যায়
কেউ কেউ আসে, থেকে যায়
থেকে যাওয়া আর চলে যাওয়ার মাঝে
অনেক পাহাড় ঝড় ঝর্না থাকে
যারা থেকে যায় তারা আসলে গাছের মতো
কথাগুলো এমন ছিল না, যা দিয়ে তৈরি হতে পারে
একটা বাগান
নির্মম হত্যাকাণ্ডের পর বাগান কি আর করা যায়
পুরনো অভ্যাস থেকে ফিরে আসা মুশকিল
তেমনি পুরনো পাপের কাছে ফিরে গেলে
ক্ষতচিহ্নের কথা মনে পড়ে
ওরই মাঝে জীবন ছিল তাও অস্বীকার করার নয়
হ্যাঁ, কী যেন বলছিলাম থেকে যাওয়ার কথা
ক্লান্ত মাছের মতো জল কেটে যারা থেকে যায়
তাদের নিয়ে বাগান করা যেতে পারে
কখনও কান্নার কাছে শুয়ে থেকে ভাবিনি
আকাশে মেঘ এলে অত চিন্তার কিছু কারণ নেই
হয়তো বৃষ্টি হবে অথবা ঝড় অথবা বজ্রপাত
তারপর আবার তো ফেরা হবে যেখানে থমকে গিয়েছিল অকস্মাৎ
তবু কেউ কেউ থেকে যায়
প্রকৃতপক্ষে তারাই হয়ে ওঠে হৃদয়ের অংশীদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন