নিরন্তর ঝাউপাতার গান
হৃদয়ে ছায়া নামলে, সন্ধ্যার অপেক্ষায় থাকি . . .
বাতাবীফুলের গন্ধে ভারী বাতাস, শব্দদের ফিসফাস
ছায়া নামে চোখে, অন্ধকারে পাতাদের রং গাঢ় হতে হতে
চারপাশে রহস্যময় চাপাস্বর, টানাপোড়ণ, নৈঃশব্দ-,
নিরন্তর সন্ধ্যার অপেক্ষা . . .
বৃষ্টি ধুয়ে দেয় নিস্প্রভ রঙ, মিষ্টি ঢেকে দেয় তিক্তস্বাদ
তন্ময় মুগ্ধতা চারপাশে-, ঘুমিয়েছে ঝাউপাতা
গাঢ় নি:শ্বাসে তার নৈকট্য উপলব্ধি করি
উষ্ণতা বুকে নিয়ে সন্ধ্যার অপেক্ষা . . .
কথারা ভেসে আসে মুগ্ধ বাতাসে
ভালবাসার সরল শব্দাবলী মিশে আছে তাতে!
মুগ্ধ প্রকাশ কবি
উত্তরমুছুন