সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

কামরুল ইসলাম

 



শুভ্র মেঘেরা কিছুটা গুছিয়ে নিয়েছে সংসার

 

ভুল করে গাওয়া গানগুলো মনে হলে

প্রায়শই হাসি পায় এখন,

ওইসব গানের ভেতরে যারা রক্তে-মাংসে ছিল

তারা আজ চোরাবালি থেকে জলে নেমে

ভেসে যাচ্ছে অন্য কোন সুরে,

দূরের জঙ্গলে ঢুকে দেখিসেই গানেরা সব লাশ হয়ে

পড়ে আছে মৃত এক খরগোশের পাশে

সেখানে বাতাস আছে কাশফুল মেখে

ঝরে যাওয়া পাতাদের বিধ্বস্ত বিবেক

বয়ে যাচ্ছে ভাঙা-চোরা লিরিকের স্বধর্ম ছুঁয়ে –-

 

শরতের আকাশে দেখি শুভ্র মেঘেরা

কিছুটা গুছিয়ে নিয়েছে সংসার , আর অদৃশ্য

অসুখেরা পালে পালে বাতাস পেয়ে ডুগডুগি বাজিয়ে

নখরে শান দিচ্ছে চৌ-বেলা

 

কাশবনে হারানো মেয়েটির নাকফুল  নিয়ে

ভুলে যাওয়া গানগুলো ভেসে আসছে পাড়ে

কচি মেহগনির পাতায় মেয়েটির লজ্জাটুকু

দোল খায় ভোরের আলোয় ---- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন