সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

সুবীর ঘোষ

 



সংসার কী ভাসমান

 

এমন চাঁদকে ছেড়ে শূন্যতার দেশে

যাবার কথাও ভাবা কাজলের বিষ

শহর কত দিল--মধু আর নিম ;

উপহার বড়ো কথা , উপাদান নয়

কথা বলি , যত্ন করি , বেঁচে বর্তে থাকি ;

এখনো মাথার কাছে চাঁদে ভাসে নদী

প্রেতজন্ম চিৎকারে    বন্যামুখী ডাক,

কে কাহার অহঙ্কার বিক্রি করে আসে !

মুখ কী দেখা যায় রাত্রি-আয়নায় ?

জলজাত অগ্নিরোষে পোড়ে প্রান্তভূমি

নিজের শবের দেহে ব্যবচ্ছেদ করি –-–-

খুঁজে পাই অপহৃত জন্মঅর্থবোধ

সংসার কী ভাসমান ! সেটা জেনে নিতে

আবার জোয়ার খুঁজে উঁকি দিয়ে যাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন