সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

সন্দীপ বিশ্বাস

 


উদ্বৃত্ত

 

কেউ কী তোমাকে সন্তর্পণ করে?

নিভৃত আচারে ধোয় পরিশুদ্ধ - শরীর মুছে দেয়

তবে যাও, কেনো যাও ----

ক্ষণে, কুক্ষণে;

ওই শিরাতে আগুন - আবহমান, বহমান

বৃষ্টি - ধারায় কথা কয়ে আসো

বৃষ্টি ধারায় উদ্বৃত্ত থাকো।

 

কেউ তোমাকে একান্তে রাখেনি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন