সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

সুবীর সরকার

 


বিবৃতি


আত্মহত্যা আসলে একটি বিদেশী শব্দ।

সুতরাং আত্মহত্যা করতে গেলে ধরে রাখতে

                            হবে চোখের জল

আমি লা ধা রে ছেড়ে দেব ব্যাঙ ব্যাঙাচি

তারপর নদী নদীনালা।

তারপর গোপন স্লুইস গেট।

আমাকে ক্ষমা করুন,আমি দ্রুতগামী হতে

                              পারছি না

এই তো,ওল্টানো নৌকোয় কেক,প্যস্ট্রি

                                             

                                           কীটনাশক

আর ধান খেয়ে পালিয়ে যাওয়া পাখিরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন