পুড়ে যাওয়ার একটা ব্যক্তিগত অনুভব আছে
ছাই হওয়া যন্ত্রণাটা ধূপ হয়ে মিশে যায় স্বজনে
নিজের হৄদয় ছাড়া অন্যরা দেখতে পায়না বলেই
আমাকে খুঁটে খায় কটা শকুন নির্বান্ধব নির্জনে।
জ্বালানিছাড়া আগুন দেখিনা বলেই আমাদের
বাড়ি ও আসবাবপত্র ভয়ে কাঁদতে থাকে যন্ত্রণায়
দাহ্য তরলের মতো মসৃন সম্পর্কগুলো সেখানে
বণিকি ষড়যন্ত্র হয়ে কালোজাদুর ভয়ে কাতরায়
ভাবি কোনো একদিন জ্বলনটা শেষ হয়ে যাবে
সমস্ত মাথাটাকে বলি আজ ক্ষত নিরাময়ের দিন
সেদিনই আগুন ধূপের অভাবে নিভে নিভে যায়
অযথাই ভেবে চলি পরদিন থেকে নিশ্চিত সুদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন