আজকাল সহবত শিখছি
আলোর ভেতর সজাগ যন্ত্রণা, উপশমের অর্থ খুঁজতে গেলে তোমাকে হারানোর দিন এগিয়ে আসে। তুমি রক্ষাকবচের ধার ঘেঁষে আদর সেতু... আমি নির্মাণ ভাঙার গতি। এভাবেই শান্ত সমুদ্র নিকৃষ্ট আকাশ উপহার দেয়। এভাবেই ধোঁয়া ওঠে ভালোবাসায়। আলসেমি লেগে থাকে বাসনে, বারান্দায় অথবা শোকেসে আটকে থাকা নতুন জোড়া কাপে।
ভোরবেলা আরও বেশি করে ঘুম আসে। চোখ থেকে গলে পড়ে পুর্নজন্ম... যা কিছু হবার ছিল না, সমস্তটাই পাওনা ছিল। নতুন গল্পে ঘুন ধরে না, স্বপ্ন আসে, অবিকল নিজের মতো জেদি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন