শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

নাগসেন-এর কবিতা


 আমি আর আমি নই

অন্ধকারে ডুবে যাচ্ছে দশদিক 

কাকে আর আলো দেব কাকে দেব ভালো

তুমি বলো তথাগত

এই কী নির্বাণ ---এই সত্য তবে


ঘুলঘুলি দিয়ে আসে যেটুকু আলো

তারও সঙ্গে মিশে আছে প্রভূত কান্না

মানুষের  এতো শান্ত মুখ

এতো শ্মশানের নীরবতা কখনো দেখিনি 

তবুও বলছো তুমি শান্ত হতে 

বরাভয় মুদ্রায় ঘুমতো আসে না

একা মানুষের সমস্ত কান্না

যদি  ভেসে যায় গঙ্গায় পদ্মায় 


আমি তবে আমি নই উন্মাদ রাস্তায়

আমি এক পরাভূত  বেতাল পচ্চিশি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন