প্রজাপতি
অধোগতির সেই বীজই একদিন প্রজাপতি হলো
কুয়াশার অসমাপ্ত সিঁড়িগুলো পার হলো
রাতের কবজি ধরে, অত: পর
বাতাসে উড়ালো ধুলোজল-- বনভূমি প্লাবিত হলো
গতির চেরাগ নিয়ে ফিরে এলো উত্তরের মেঘ--
সমুদ্র ফেনায়িত হলো তার উড়াল মায়ায়
পূর্ণিমা এসে ছুঁয়ে গেল বিদগ্ধ চোখ আর তার বিভক্ত
শরীরের জাল বেয়ে এক অন্ধ শিকারী, যাদুমন্ত্রে
খসিয়ে নিল বিক্ষত ডানার মলিন কারুকাজ
কোরালের চিৎকার নিয়ে অন্ধকার জমে উঠলে
প্রজাপতির ডানায় সিমেট্রির স্কুলগামী আত্মারা
নিজেদের বংশগতির দিকে মোমবাতি জ্বালিয়ে
চাঁদের নিচে মাছচাষ নিয়ে জমিয়ে তুললো আড্ডা
নাইলোটিকার সাঁতার কাটার মৃদু ছন্দে
রাত নেমে এলে চৌরাশিয়া ভোরের সম্ভ্রমে মিশে যায়
প্রজাপতি জলের ঘরে মালা গাঁথে অতীতের ছায়ায়
হায়, এতটুকু প্রাণ তবু ছিঁড়ে নিল নিখিলের বাঁশি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন