শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

হাসানআল আব্দুল্লাহ-র কবিতা


অনভ্যস্ত

১.
যার যার ব্যক্তিগত দুঃখ থাকা ভালো।

২.
পাখিটা দোজখে
ছিলো, এখন বোঝো কে
আছে
পুড়ে যাওয়া পাখিটার কাছে!


৩.
নানারকম কথাবার্তা শুনি
আম ছালা দুটোই নিয়ে যায়।
কাঁঠাল পাতা দেখতে ভালো, তাই
কাঁঠাল পাতা রাম ছাগলে খায়।


.
আমার কোনো ব্যক্তিগত সেনানিবাস নাই
তোমার সাথে ভাগাভাগি করি গোয়াল ঘর,
সাপের মাথা ধরে টানি আমরা পরস্পর,
বিপদ এলে দু'জন মিলে রোদের কণা খাই।


.
পাড়া এবং পড়শি মিলে
হঠাৎ সেদিন কুইন্সভিলে
হট্টগোলে মেতে ছিলেন
সোনাগাছির কাক-কোকিলে।
ধুলোর মতো মেঘের কলি,
আমিও তাই শুনতে চলি:

"
কলিকাতা-ঢাকা
কবির বাজার ফাঁকা!"

কথার তোড়ে বাসিন্দারা
হলেন যখন দিশেহারা,
রাতের মতো শীতে কাঁপা
যায় না তখন রাস্তা মাপা

মাথার উপর ছাউনিটাও নাই!
দু'জন মিলে হাপুর হুপুর
অন্ধকারের হাতপা ছিঁড়ে খাই।


০৯.০৮.২০২১
উডহেভেন, নিউইয়র্ক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন