১.
নিজের মগ্নতায় বৃষ্টি ঝরে। পাতা ছোঁয়া জল সিক্ত করে। পৃথিবীতে শস্যের জন্ম হয়। অথচ যৌবনে কীটনাশক জিভে স্পর্শ করে আমরা বুদ্ধ হয়েছি। কেবল শিকড়ের স্তিতি আমাদের অনড় করে রাখে।
২.
বৃষ্টির শব্দে আমার প্রতিটি প্রত্যঙ্গ দেহ ছাড়ে। আমার হাত গাছের মগডাল আর পা বিদ্যুতের ঝলক। কেবল নিথর দেহ জগন্নাথ হয়ে ভক্তির প্রত্যাশী। অথচ মন্দিরের পথ যে বড় পিচ্চিল।
৩.
এমনই এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমি নিজেকে ত্যাগ করি। কিন্তু ভোগ কই ? নিজের নাম পরিচয় মাটিতে মিশিয়ে আমি পথে নামি। বীজ হয়ে বৃষ্টির সন্ধানে মাথা তুলি। জানি, দেহ একদিন নালিপথ বেয়ে গাছ হবে। আমার পাতায় পাতায় বৃষ্টির মেঘমল্লার। রাধার সংকেত বনে বাতিঘর হব আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন