তৃতীয় শ্রেণির আগে জ্যামিতিবাক্স দেখিনি।
বাক্স খুলে তাতে কাঁটা কম্পাস
চাঁদা স্কেল ত্রিভুজ তখনো নাম জানা নেই।
অবিরত নাড়াছাড়া নাড়াঘাঁটা করতেই থাকি।
অবশেষে খেলনা হয় গণিতের জ্যামিতি।
কাঠপেন্সিলে আঁকা শূন্য মুছতে মুছতে
এখন পুরোপুরি মনে হয় শূন্যজীবন।
জ্যামিতিবাক্সের রাবার মুছতে পারে না জীবনের শূন্য।
২০:০৬:২০২০
রাত:০৯টা০৭মি
কুমারঘাট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন